Notice

২১শে এপ্রিল থেকে দেশে চালু হচ্ছে ফেসবুকের ফ্রি ইন্টারনেট

facebook_dark_background-normal

এপ্রিলের ২১ তারিখে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা। ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ এই সেবা দিতে যাচ্ছে।

২১শে এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে ইন্টারনেট ডট অর্গ-এর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ফেসবুক ইন্ডিয়ার পরিচালক আঁখি দাস।

বিনামূল্যের এই ইন্টারনেট ব্যবহার করে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবসাইট বিনামূল্যে ব্রাউজ করা যাবে। ব্রাউজ করার জন্য এসব সেবার অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজার, দুটিই ব্যবহার করা যাবে।

বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে বিনামূল্যের ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে ইন্টারনেট ডট অর্গ। চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Print
error: Content is protected !!