Notice

ব্রাদার্স ফার্নিচার

brothers

ব্রাদার্স ফার্নিচার” দেশের ব্র্যান্ড ফার্নিচার শো-রুমগুলোর মধ্যে একটি। বাসা-বাড়ি, অফিস, শো-রুম ফার্নিচার সহ বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য “ব্রাদার্স ফার্নিচার” এর শাখাগুলোতে পাওয়া যায়। “ব্রাদার্স ফার্নিচার” এর ঢাকাতে ৮টি, চট্টগ্রামে ১টি, সিলেটে ১টি, বরিশালে ১টি, বগুড়ায় ১টি, নোয়াখালীতে ১টি, কুমিল্লায় ১টি, খুলনায় ১টি, রাজশাহীতে ১টি, ফেনীতে ১টি এবং মৌলভীবাজারে ১টি শাখা রয়েছে।

কর্পোরেট অফিস:

কর্পোরেট অফিস এন্ড শো-রুম: প্লট # ৮২,  ব্লক # জে, প্রগতি স্মরণী,  বারিধারা ১২১২, ঢাকা।

ফোন- ০২-৯৮৯৫২৯০

মোবাইল- +৮৮ ০১৯৩৬-৬৮০৮২৬

ই-মেইল: baridhara@brothersfurniture.com.bd

ওয়েবসাইট: www.brothersfurniture.com.bd

 

উত্তরা শাখাঃ

ই-মেইল:  uttara@brothersfurniture.com.bdহাউজ # ২, রোড # ৫, সেক্টর # ১, উত্তরা, ঢাকা- ১২৩০।

ফোন- ০২ ৮৯৫৭৮৮৮,   মোবাইল- +৮৮ ০১৯২৬-৬৮০৮৩০-৩১

যেসকল আসবাবপত্র পাওয়া যায়:

“ব্রাদার্স ফার্নিচার” এর শো-রুমগুলোতে ড্রইং, ডাইনিং, বেডরুম, অফিস ফার্নিচারের পাশাপাশি অন্যান্য বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়। আসবাবপত্র  গুলো তৈরি করা হয় কাঠ, স্টিল, পারটেক্স/বি-নাইল বোর্ড, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, মার্বেল পাথর, বাঁশ ও বেত দ্বারা।

  • ড্রইং রুম আসবাবপত্রগুলোর মধ্যে রয়েছে – শোপিস, কর্ণার সেলফ, সোফা সেট, ডিভান, সেন্টার টেবিল, সাইড টেবিল, টিভি ট্রলি, ম্যাগাজিন ট্রলি, ম্যাগাজিন সেলফ, টেলিফোন টেবিল।
  • ডাইনিং রুম আসবাবপত্রগুলোর মধ্যে রয়েছে – চেয়ার, ডাইনিং সেট, ওভেন স্ট্যান্ড, শোকেস, সাইড বোর্ড।
  • বেডরুম আসবাবপত্রগুলোর মধ্যে রয়েছে – বেড, বেড সাইড টেবিল, ড্রেসিং টেবিল, চেস্ট অব ড্রয়ার, আলমিরা, বেডরুম চেয়ার, রকিং চেয়ার।
  • অফিস আসবাবপত্রের মধ্যে রয়েছে – বিভিন্ন ধরনের টেবিল।

brothers2

পণ্য ডেলিভারী:

ব্রাদার্স ফার্নিচারএর শাখাগুলোতে পণ্য ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা ঢাকা শহরে এই সার্ভিস প্রদান করা হয় বাসায় পৌছে ফিটিং করে দেওয়া হয়। এজন্য আলাদা কোনো ডেলিভারী চার্জ প্রদান করতে হয় না।ব্রাদার্স ফার্নিচারএর সকল শাখাতে এই সুবিধা রয়েছে। উপরের তলার ক্ষেত্রে যদি লিফট না থাকে সেক্ষেত্রে ডেলিভারী ম্যানদের কিছু বকশিশ দিতে হয় 

সার্ভিসিং সেন্টার:

ব্রাদার্স ফার্নিচারএর সকল ফার্নিচারে বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এই সময়ের মধ্যে ফার্নিচারে কোনোরকম সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিসিং করে দেওয়া হয়। বছর পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে সার্ভিসিং চার্জ পরিশোধ করতে হয়। এছাড়া হাতিল এর সকল কাঠের ফার্নিচারে বছর ঘুনমুক্ত থাকার ওয়ারেন্টি রয়েছে   

মূল্য পরিশোধ:

ব্রাদার্স ফার্নিচারএর শাখাগুলোতে আসবাবপত্রের মূল্য পরিশোধের ক্ষেত্রে ক্যাশের পাশাপাশি ভিসা, আমেরিকান এক্সপ্রেস চেকের ব্যবস্থা রয়েছে। চেকে বিল পরিশোধের ক্ষেত্রে চেক ক্যাশ হওয়ার পর ডেলিভারী দেওয়া হয়  

খোলাবন্ধের সময়সূচী:

প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত :০০ টা পর্যন্ত  খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই

Print
error: Content is protected !!