Notice

নিউ সী প্যালেস

নিউ সী প্যালেস২০০৩ সালে যাত্রা শুরু করে। এখানে বিয়ে, জন্মদিন এবং কর্পোরেট পার্টির আয়োজনের ব্যবস্থা রয়েছে।

অবস্থান

উত্তরা হাউজ ব্লিডিং মোড় থেকে পশ্চিম দিকে সোনারগাঁও জনপথ রোড, আর হাউজ ব্লিডিং মোড় থেকে ১০০-১২০ গজ সামনে এই প্রতিষ্ঠানটির অবস্থিত।

ঠিকানা

বাড়ি নং- ৫৮, সেক্টর-৯, সোনার গাঁও জনপথ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা-১২৩০।

মোবাইল : ০১৭৪০-৬৩৩২৬২, ০১৯১৪-৮৫৮৬১৭

সেবা (সার্ভিস)

 • সেন্টার ভবনটি ৪ তলা বিশিষ্ট এর তৃতীয় তলায় সী প্যালেসটি অবস্থিত। এই রেস্তোরার ১টি ফ্লোর রয়েছে। ধারন ক্ষমতা ৫০-৬০ জন।
 • ভাড়ার জন্য ৭দিন পূর্বে বুকিং দিতে হয়। বুকিং এর জন্য অগ্রিম ৫০% প্রদান করতে হয়। এখানে খাবার মেনু পরিবেশনের সাথে যুক্ত থাকে।
 • ডাইনিং এর সংখ্যা ১০টি এর মধ্যে বড় ৫টি এবং ছোট ৫টি বড় ডাইনিং এ ৬ জন করে আছে ছোট ডাইনিং এ ৪ জন করে বসতে পারে।
 • বসার জন্য আলাদা কোন হল রুম নেই।
 • নিজস্ব ডেকোরেটর ব্যবস্থা রয়েছে। গেট সাজসজ্জা, লাইটিং নিজেরা করে দেয়। এর জন্য বাড়তি ৩০০০/- টাকা দিতে হয়।
 • ওয়েটার সংখ্যা ১৬ জন। তাদের বিল খাবার খরচের সাথে যুক্ত থাকে।
 • নিজস্ব বাবুর্চি ব্যবস্থা আছে। বাবুর্চি ৮ জন। তাদের খরচ খাবার মেনুর সাথে যুক্ত থাকে।
 • ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থা আছে। মেনুর লিস্ট সাথে দেওয়া হয়েছে। সর্বনিম্ন ২ জন থেকে ২৫০ জনের ব্যবস্থা আছে। মোটবিলের ৫০% অগ্রিম প্রদান করতে হয়।
 • বসার চেয়ার টেবিল কাঠ ও স্টিলের তৈরী।
 • নারী পুরুষের বসার ব্যবস্থা একসঙ্গে। তবে চাইলে আলাদার ব্যবস্থা আছে।
 • ডিজে আয়োজন ব্যবস্থা রয়েছে। ডিজে পার্টির জন্য আগে/৭-১৫ দিন আগে বুকিং এর জন্য বলতে হবে।
 • অনুষ্ঠানের দিন নির্দিষ্ট সময়ের ১-১.৩০ ঘন্টা পূর্বে অনুষ্ঠানকারীগণ আসতে পারে।
 • বাচ্চাদের খেলার জন্য কিডস জোন আছে।
 • হোম ডেলিভারীর ব্যবস্থাও আছে।

ক্যাটারিং মেনু

এ সেট ১৫০ টাকা

ফ্রাইড রাইস

ফ্রাইড চিকেন-২ পিস

মিক্সড ভেজিটেবেল

বি সেট ২০০ টাকা

কর্ন স্যুপ-আইকাপ

ফ্রাইড রাইস

ফ্রাইড চিকেন-২ পিস

মিক্সড ভেজিটেবেল

সি সেট ২২০ টাকা

থাই স্যুপ-আইকাপ

ফ্রাইড চিকেন- ২ পিস

মাশালা চিকেন

ফ্রাইড রাইস

ডি সেট ২২০ টাকা

থাই স্যুপ-কাপ

ফ্রাইডাইস/নুডুলস

ফ্রাইড চিকেন ২ পিস

গ্রেভি চিকেন/পর্ন

মেনু অব পার্টি

চাইনিজ মেনু-০১

থাই/কর্ন স্যুপ

ফ্রাইড রাইস

ফ্রাইড চিকেন

চিকেন/বিফ মাশালা

মিক্সড ভেজিটেবেল

সফট ড্রিংকস

মিনারেল ওয়াটার

চাইনিজ মেনু-০২

থাই/কর্ন স্যুপ

ফ্রাইড অনথন

ফ্রাইড রাইস

ফ্রাইড চিকেন

চিকেন/বিফ চিলি অনিয়ন

মিক্সড ভেজিটেবেল

সফট ড্রিংকস

মিনারেল ওয়াটার

বিবিধ

 • নিজস্ব কিচেন সুবিধা আছে। কিচেন পাকা কান্নার ব্যবস্থা সাপ্লাইগ্যাস।
 • বিল ক্যাশে পরিশোধ করতে হয়।
 • পানি সরবরাহ ব্যবস্থা ভালো। হাত ধোয়ার জন্য ২টি বেসিন রয়েছে।
 • অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই সেন্টারে সেন্টাল এসির ব্যবস্থা আছে। এখানে মোট ৪টি এসি রয়েছে।
 • গাড়ি পার্কিং ব্যবস্থা নেই।
 • টয়লেট ব্যবস্থা আছে ২টি। এর মধ্যে ১টি পুরুষের জন্য অন্যটি মহিলাদের জন্য।
 • অভ্যন্তরীন মিউজিক সিস্টেম ব্যবস্থা নেই।

 

Print
error: Content is protected !!