এই রেষ্টুরেন্টটিতে চাইনীজ ও বাংলা খাবার পরিবেশন করা হয়। নিয়মিত সার্ভিসের পাশাপাশি এখানে পার্টি আয়োজন এবং হোম ডেলিবারীর ব্যবস্থা রয়েছে। এখানে লাঞ্চ সময়ে সপ্তাহের বৃহ:, শুক্র ও শনিবার বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখানে লাঞ্চ/ডিনার বক্সের ব্যবস্থা নেই। সম্পূর্ণ রেষ্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত।
ঠিকানা ও যোগাযোগ
হাউজ – ১১, রোড – সোনারগাঁও জনপত ,সেক্টর – ০৭, উত্তরা, ঢাকা ১২৩০ ।
ফোন: +৮৮-০২-৮৯২১১৮২, +৮৮ ০১৮১২-১৮৩২৭৩
পার্টি আয়োজন
এই রেষ্টুরেন্টটিতে বিয়ে, বিয়েবার্ষিকী, জন্মদিন, কর্পোরেট পার্টি, অফিসিয়াল মিটিং সহ সামাজিক, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। এখানে একসাথে ১০০ জন বসার ব্যবস্থা রয়েছে।
বুফে
এখানে লাঞ্চ সময়ে সপ্তাহের বৃহস্পতি, শুক্র, শনিবার বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে। বুফে ৩০ আইটেম খাবারের মূল্য ৩৯৫ টাকা। সাথে ভ্যাট প্রযোজ্য।
লাঞ্চ/ডিনার বক্স
এখানে লাঞ্চ/ডিনার বক্সের ব্যবস্থা নেই।
হোম ডেলিভারী
এখানে হোম ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। এর জন্য অতিরিক্ত বিল পরিশোধ করতে হয় না। শুধুমাত্র যাতায়ত ভাড়া দিতে হয়।
খোলা-বন্ধের সময়সূচী:
প্রতিদিন দুপুর ১১:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত খোলা থাকে।
বিল পরিশোধ পদ্ধতি:
এই রেষ্টুরেন্টের যাবতীয় বিল ক্যাশের পাশাপাশি ভিসা, মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রয়েছে।
গাড়ি পার্কিং ব্যবস্থা:
রেষ্টুরেন্টটির নিজস্ব গাড়ি পাকিং ব্যবস্থা নেই। তবে সামনের রাস্তায় ১০ টি গাড়ি পার্ক করা যায়।