ঠিকানা ও অবস্থান
হাউজ নং- ৬১/এ, রোড নং-৭, সেক্টর-৪, উত্তরা, ঢাকা-১২৩০
ট্রান্সকম শোরুমের ২০ গজ উত্তরে ফ্লোরা লিমিটেড এর নিচ তলায় অবস্থিত।
বুথটিতে টাকা জমা দেয়া এবং একাউন্ট খোলার ব্যবস্থা নেই। দুইটি মেশিন আছে এখানে। ৫০০ ও ১০০০ টাকার নোট তোলা যায়। সব সময় খোলা থাকে। সর্বোচ্চ ২০ হাজার টাকা করে দিনে দুইবার এবং আরও একবার ১০ হাজার টাকা তোলা যায়।