Notice

ইউ এফ সি রেষ্টুরেন্ট

l (1)

এই রেষ্টুরেন্টটিতে থাই, চাইনীজ, ইন্ডিয়ান ও ফাস্ট ফুড খাবার পরিবেশন করা হয়। এখানে রেগুলার মেনুতে বুফের কোনো ব্যবস্থা নেই। নিয়মিত কাস্টমার সার্ভিস এর পাশাপাশি এখানে পার্টি আয়োজন, হোম ডেলিভারী ব্যবস্থা, ফিক্সড লাঞ্চ/ডিনার বক্সের ব্যবস্থা থাকলেও ক্যাটারিং সার্ভিস এর কোনো ব্যবস্থা নেই। রেষ্টুরেন্টটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।

ঠিকানা ও যোগাযোগ:

রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স (৫ম তলা), আযমপুর, উত্তরা মডেল টাউন, ঢাকা ১২৩০।

মোবাইল: +৮৮ ০১৬৭৫-৬২৬০৭৬, +৮৮ ০১৮১৮-৯৫৩৮০৬

 আযমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের ৫ম তলায় এটি অবস্থিত

l

 

লাঞ্চ/ডিনার বক্সের ব্যবস্থা

  • এখানে লাঞ্চ/ডিনার বক্সের ব্যবস্থা রয়েছে। তিন ধরনের সেট মেনু আছেঃ
সেট- ‘এ’ ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল, ড্রিঙ্কস/পানি মূল্য= ২৫০ টাকা
সেট- ‘বি’ কর্ণ স্যুপ, ফ্রাইড অন্থন, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল, ড্রিঙ্কস/পানি মূল্য= ৩০০ টাকা
সেট- ‘সি’ থাই স্যুপ, স্প্রিং রোল, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চিকেন চিলি, মিক্সড ভেজিটেবল, ড্রিঙ্কস/পানি মূল্য= ৩৫০ টাকা

 

পার্টির ব্যবস্থা

নিয়মিত কাস্টমার সার্ভিস এর পাশাপাশি এখানে ১৫০ জন লোকের পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। পার্টিতে রেগুলার মেনুর পাশাপাশি অর্ডারের ভিত্তিতে বাংলা খাবার ও বুফেরও ব্যবস্থা করা হয়। পার্টির জন্য আলাদা কোনো ফ্লোর চার্জ পরিশোধ করতে হয় না।

ufc

পার্টি মেনু প্লেইন পোলাও, চিকেন রোস্ট, কাবাব, বিফ/মাটন রেজালা, পিস সালাদ, জর্দা, বোরহানি/ড্রিঙ্কস, পানি মূল্য= ৪০০ টাকা

 

হোম ডেলিভারী:

এই রেষ্টুরেন্টটি উত্তরা এলাকার অভ্যন্তরে হোম ডেলিভারী সার্ভিস প্রদান করে থাকে। এই সুবিধা পেতে গ্রাহককে আসা যাওয়ার গাড়ি ভাড়া পরিশোধ করতে হয়।

 

বিল পরিশোধ পদ্ধতি

এই রেষ্টুরেন্টের যাবতীয় বিল ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ড সুবিধা এখনও চালু হয় নি।

 

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ১৫-২০ টি গাড়ী পার্ক করা যায়।

 

রেস্টুরেন্ট খোলা/বন্ধের সময়

প্রতিদিন সকাল ১০:০০ টাকা থেকে রাত ১০:৩০ পর্যন্ত রেষ্টুরেন্টটি খোলা থাকে।

 

Print
error: Content is protected !!