Notice

আর এ কে টাওয়ার শপিং কমপ্লেক্স

89_bigশপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ১০০ টি। মালিক কর্তৃপক্ষ কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।

 

ঠিকানা ও যোগাযোগঃ ২ জসিমউদ্দিন রোড, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০।

লোকেশন

 • উত্তরা সেক্টর ৩ এ জসিমউদ্দিন রোডে ঢুকে ২০ গজ সামনে হাতের ডান দিকে এটি অবস্থিত।

 

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা গিফট আইটেম, শো-পিছ ইত্যাদি।
দ্বিতীয় তলা পুরুষদের রেডিমেড পোষাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, টি-শার্ট, ব্লেজার, স্যুয়েটার, ট্রাউজার ইত্যাদি।
তৃতীয় তলা পুরুষ এবং মহিলাদের রেডিমেড পোষাক ইত্যাদি।
চতূর্থ তলা জুয়েলারী, শাড়ী, কসমেটিক্স, কাপড়ের দোকান ইত্যাদি।
পঞ্চম তলা ফাষ্ট ফুডসহ চাইনীজ খাবারের দোকান। ইত্যাদি।

 

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

 • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
 • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
 • এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
 • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।

 

গাড়ী পার্কিং ব্যবস্থা

 • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ৩০ টি এবং সামনের রাস্তায় এবং ফুটপাতে ৩০ টি  গাড়ী পার্কিং করা যায়।  পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় ।

 

টয়লেট ব্যবস্থা

 • টয়লেট সুবিধা রয়েছে।
 • এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
 • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

 

নিরাপত্তা ব্যবস্থা

 • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

 

ওযু এবং নামাজের ব্যবস্থা

 • এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।

 

খোলা/বন্ধের সময়

 • সপ্তাহের বুধবার বন্ধ থাকে। সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত খোলা থাকে।

 

ভিড় এড়াতে চান

 • শুক্রবার এবং শনিবার ভিড় হয়।

 

Print
error: Content is protected !!