Notice

আখতার ফার্নিশার্স

2013_09_16_20_8_b

“আখতার ফার্নিশার্স” দেশের ব্র‌্যান্ড ফার্নিচার শো-রুমগুলোর মধ্যে একটি। বাসা-বাড়ি, অফিস, শো-রুম ফার্নিচার সহ বিভিন্ন ধরনের শোপিস, এক্সেসরিজ “আখতার ফার্নিশার্স” এর শাখাগুলোতে পাওয়া যায়। “আখতার ফার্নিশার্স” এর ঢাকাতে ৫টি, নারায়ণগঞ্জে ১টি, চট্টগ্রামে ১টি এবং সিলেটে ১টি করে শাখা রয়েছে।

ঠিকানা ও যোগাযোগঃ 

কর্পোরেট অফিস:

৬৬, প্রগতি স্বরনি , বারিধারা, ঢাকা।

ফোন:   ০২- ৮৮৫১৫২৫

ই-মেইল: corporateoffice@akhtargroup.com.bd

ওয়েবসাইট: www.akhtargroup.com.bd

হাউজ # ১১৩/এ, রোড # ৭, সেক্টর # ৪, নিউ এয়ারপোর্ট রোড, উত্তরা, ঢাকা।

মোবাইল:     +৮৮ ০১৭৪৬-৬৫৩০৫৪ই-মেইল: uttara_sr@akhtargroup.com.bd

 

 

যেসকল আসবাবপত্র পাওয়া যায়:

  • “আখতার ফার্নিশার্স” এর শো রুমগুলোতে কাঠের তৈরি আসবাবপত্র পাওয়া যায়।
  • বেডরুম আসবাবপত্রগুলোর মধ্যে রযেছে – বেড, বেড সাইড টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, চেস্ট অব ড্রয়ার।
  • ডাইনিং রুম আসবাবপত্রগুলোর মধ্যে রয়েছে – ডাইনিং টেবিল সেট, চেয়ার, সাইড বোর্ড, শোকেস।
  • ড্রইং রুম আসবাবপত্রগুলোর মধ্যে রয়েছে – সোফা, সেন্টার টেবিল, ডিভাইন, কফি সেট, টিভি কেবিনেট।
  • অন্যান্য আসবাবপত্রের মধ্যে রয়েছে – ডেকোরেশন সেলফ, রকিং চেয়ার, টি-ট্রলি, শো-পিস স্ট্যান্ড।
  • এক্সেসরিজ এর মধ্যে রয়েছে – বেড সেট, ক্যান্ডেল স্ট্যান্ড, শো-পিস, ফ্লাওয়ার কেস, কুশন কভার

h2

পণ্য ডেলিভারী

“আখতার ফার্নিশার্স” এর শাখাগুলোতে পণ্য ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা ঢাকা শহরে এই সার্ভিস প্রদান করা হয়। এজন্য আলাদা কোনো ডেলিভারী চার্জ প্রদান করতে হয় না। “আখতার ফার্নিশার্স” এর সকল শাখাতে এই সুবিধা রয়েছে। উপরের তলার ক্ষেত্রে যদি লিফট না থাকে সেক্ষেত্রে ডেলিভারী ম্যানদের কিছু বকশিশ দিতে হয়।

ওয়ারেন্টি/সার্ভিসিং সেন্টার:

“আখতার ফার্নিশার্স” এর সকল ফার্নিচারে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এই সময়ের মধ্যে ফার্নিচারে কোনোরকম সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিসিং করে দেওয়া হয়। ১ বছর পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে এবং নতুন কোনো এক্সেসরিজ এর প্রয়োজন হলে সেক্ষেত্রে এক্সেসরিজ এর মূল্য পরিশোধ করতে হয়।

s1

মূল্য পরিশোধ:

“আখতার ফার্নিশার্স” এর শাখাগুলোতে আসবাবপত্রের মূল্য পরিশোধের ক্ষেত্রে ক্যাশের পাশাপাশি ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস ও চেকের ব্যবস্থা রয়েছে। চেকে বিল পরিশোধের ক্ষেত্রে চেক ক্যাশ হওয়ার পর আসবাবপত্র ডেলিভারী দেওয়া হয়।

খোলাবন্ধের সময়সূচী:

“আখতার ফার্নিশার্স” এর ঢাকার শাখাগুলো প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ৮:০০ টা পরযন্ত খোলা থাকে।

Print
error: Content is protected !!